প্রেস বিজ্ঞপ্তি :
রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের সমস্যাও বিবেচনায় নিতে হবে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ-সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
তিনি গতকাল বৃহস্পতিবার রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে কক্সবাজারে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গারা জাতিগত নিপিড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। মিয়ানমারের সামরিক বাহিনী জাতিগত নিপিড়ন ও রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক জনমত গড়ে তোলার জন্য আহবান জানিয়েছেন।
সেই সাথে রোহিঙ্গা আগমনের ফলে স্থানীয়দের যে সমস্যা সৃষ্টি হয়েছে তা গুরুত্ব সহকারে বিবেচনায় নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
জাতীয় কমিটি কক্সবাজার জেলার আয়োজনের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমরেড সমীর পাল।
বক্তব্য রাখেন ব্যারিষ্ট্রার জ্যোতির্ময় বড়–য়া, মিজানুর রহমান, সাধন ধর, একে ফরিদ আহমদ, কমরেড গিয়াস উদ্দিন, অনিল দত্ত, স্বপন রায় চৌধুরী, ধ্রব সেন, মংথেহ্লা রাখাইন, ফাতেমা আক্তার মার্টিন, আবদুল আলীম, সুজন দাশ, আনোয়ার হাসান চৌধুরী, নুর মোহাম্মদ, কালাম আজাদ, আমান উল্লাহ, ফাতেমা আক্তার শাহী , জসিম আজাদ, অর্পণ বড়–য়া প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন জাতীয় কমিটির কক্সবাজার জেলার সদস্য সচিব করিম উল্লাহ কলিম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।