জালাল আহমদ,ঢাবি থেকে :
:গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ( বিজ্ঞান) ফলাফল আজ প্রকাশিত হয়েছে। দুপুর ১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন ভিসি প্রফেসর ড.আখতারুজ্জামান। ফলাফল পরিসংখ্যানে দেখা যায়,ক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৮৯,৫০৮জন,পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮২,৪৫৩। পাস করেন ১৯,২৬৭ জন।পাশের হার ২৩.৩৭ শতাংশ।এ সময় আরো জানানো হয়, admission.eis.du.ac.bd. ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল,বোর্ডের নাম,পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বারের মাধ্যমে A ইউনিটের ফলাফল জানা যাবে।এছাড়া পরীক্ষারা মোবাইল ফোনের মাধ্যমে DU< KA < Roll no টাইপ করে ফলাফল জানা যাবে।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল, ইণ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ডিন প্রফেসর ড.মো: হাসানুজ্জামান প্রমুখ।