জান্নাতুল নাঈম এভ্রিলের জায়গায় জেসিয়া ইসলাম নতুন মিস বাংলাদেশ হয়েছেন।
কিছুদিন আগে জান্নাতুল নাঈম এভ্রিল তার ফেসবুক পেইজে শেয়ার করেছিলেন জেসিয়া ইসলামের কিছু পারসোনাল ছবি। সেই ছবিতে দেখা যায় জেসিয়া ইসলাম আফসান নামে এক্ট ছেলের সাথ অন্তরঙের ছবি। আর এবার সেই ব্যাপারে মুখ খুললেন জেসিয়া।
জেসিয়া বলেন ,’ মানুষের পার্সোনাল লাইফ থাকতেই পারে। আমারও আছে। যার সাথে আমাকে দেখেছিলেন সে ছিলেন আমার এক্স। আমি আমার লাইফে ২টা প্রেম করছি। ‘
জেসিয়া আরো বলেন ,’ ‘এখন আর প্রেমের দিকে মন নেই আমার। এখনা অামি একটু ব্যস্ত আছি। তবে সময় পেলে অথবা মনের মতো কাউকে পেলে আমি ভেবে দেখবো। ‘
তথ্যসূত্র: বিডি২৪রিপোট