প্রেস বিজ্ঞপ্তি :
সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক বলেছেন-আমরা সংখ্যালঘু নয় এদেশের নাগরিক হিসেবে আমাদের সম-অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচতে চাই। আর এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই। সোমবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে ড. নিম চন্দ্র ভৌমিক আরো বলেন-আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ক্ষেত্রে কোন আপোষ করা যাবে না। এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত ও সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ^াস সাধন। রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারীর পবিত্র গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া উক্ত কর্মী সমাবেশে আরো বক্তব্যে রাখেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, সহ-সভাপতি রতন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু, সদর পূজা কমিটির সভাপতি দীপক দাশ, কক্সবাজার পৌর কমিটির সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ, রামু উপজেলার প্রকাশ সিকদার, চকরিয়া উপজেলার সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া পৌর শাখার সভাপতি টিটু বসাক, পেকুয়া উপজেলার সভাপতি সুমন বিশ^াস, উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক এডভোকেট রবিন্দ্র দাশ রবি, টেকনাফ উপজেলার সভাপতি শিবুপদ ভট্টচার্য্য প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন পূজা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মঠ-মন্দির ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের নেতৃত্বে মিয়ানমার থেকে আগত শরণার্থীদের জন্য উখিয়া ডিগ্রী কলেজ মাঠে স্থাপিত সেনাবাহিনীর ত্রাণ কার্যক্রমে ত্রাণ দেয়া হয়। পরে হিন্দু শরণার্থীদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত ও সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ^াস সাধন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সহ-সভাপতি রতন দাশ, সহ-সভাপতি ও ট্রাস্ট্রি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, অধ্যাপক অজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, যুগ্ম সম্পাদক দীপক শর্মা দীপু, সাংগঠনিক সম্পাদক স্বরুপম পাল পাঞ্জু, কর্মকর্তা বেন্টু দাশ, বিপ্লব মল্লিক, বলরাম দাশ অনুপম, খোকন দাশ, উখিয়া উপজেলা পুুজা কমিটির সভাপতি স্বপন শর্মা রনি ও সাধারণ সম্পাদক এড. রবিন্দ্র দাশ রবি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।