মো: ফারুক ,পেকুয়া :

পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন শ্রমিকদলের আওতাধীন জালিয়াকাটায় ওয়ার্ড কমিটি গঠনকল্পে এক মিটিংয়ে গুলি চালিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় যুবদল নেতা মো: ইসমাঈল ও অপর এক মহিলা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষনিকভাবে তার নাম পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। দিগবেদিক ছুটাছুটি করে পালিয়ে যায় মিটিংয়ে আগত শ্রমিকদলের নেতাকর্মীরা। রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

কয়েকজন শ্রমিকদল নেতা বলেন, জালিয়াকাটা সাইক্লোন সেল্টার মাঠে শ্রমিকদলের মিটিং চলছিল। শেষ পর্যায়ের কয়েকজন অজ্ঞাত যুবক গুলি করতে করতে সামনে এগিয়ে আসে। পালাতে গিয়ে যুবদল নেতা মো: ইসমাঈলর (কুলু) মাথায় গুলি লাগে। যুবদল নেতা মো: ইসমাঈলের মোবাইল সংযোগ বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী বলেন, বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা এলাকায় শ্রমিকদলের ওয়ার্ড কমিটির মিটিং করছিলাম। শেষ করে বেরও হয়ে যায়। ওই সময় কে বা কাহারা পিছন থেকে ফাঁকা গুলিবর্ষণ করে। তবে আহত হয়েছে কিনা তাৎক্ষনিকভাবে জানিনা।