প্রেস বিজ্ঞপ্তি:

পেকুয়ার প্রবীন সাংবাদিক ছগির আহমদ আজগরীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আহলে সুন্নত ওয়াল জামায়াত ইসলামী ফ্রন্ট পেকুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। যে সব নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন তারা হলেন: আহলে সুন্নাত ওয়াল জামায়াত ইসলামী ফ্রন্ট পেকুয়া উপজেলা শাখার সভাপতি, পীরে তরিকত ওলামা পীর মশায়েকের সভাপতি শামশুল আলম আজমী, সাধারন সম্পাদক ও টইটং মুহাম্মদীয়া মাহাবুবীয়া নুরুল আনোয়ার দাখিল সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ ডাক্তার শফিকুর রহমান চৌধুরী, মাওলানা জাকের উল্লাহ জালালী, মাওলানা কহিনুর িইসলাম মজিদী প্রমুখ। তারা মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।