এম.মনছুর আলম, চকরিয়া:
সারা দেশের ন্যায় আজ সোমবার ‘অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও’এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস ও মাস ব্যাপী জাতীয় ইদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
১৬অক্টোবর সোমবার সকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এম.এ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আতিক উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী।
এ সময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি,সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।