ডেস্ক নিউজ:
বাড়ি বানাতে মাত্র ৯ শতাংশ সুদে প্রবাসীদের ঋণ দেবে রূপালী ব্যাংক। এ প্রকল্পের আওতায় একেকজনকে সর্বোচ্চ দুই কোটি টাকা ঋণ দেয়া হবে।
সম্প্রতি নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি সেন্টারে ‘বাংলাদেশে অর্থ প্রেরণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান। সোমবার রূপালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকাসহ বিভাগীয় শহরে অ্যাপার্টমেন্ট কিনতে ও নিজ জমিতে অ্যাপার্টমেন্ট তৈরির জন্য এ ঋণ প্রকল্প চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আবেদনকারী প্রবাসীকে ৩০ শতাংশ ব্যয় করতে হবে, ব্যাংক ঋণ দেবে ৭০ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে রূপালী ব্যাংকের রেমিট্যান্স হাউসের মাধ্যমে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে।’
ঋণের আবেদনপত্রে নিজের পাসপোর্ট ও কর্মক্ষেত্রের প্রত্যয়নপত্র অথবা ট্যাক্স দেয়ার কপি দিতে হবে। বাংলাদেশের একজন গ্যারান্টারও লাগবে। এ প্রক্রিয়া দ্রুত চালু করতে রূপালী ব্যাংকের সদর দফতরে ‘প্রবাসী হেলপ ডেস্ক’ চালু করা হচ্ছে বলেও জানান আতাউর রহমান।
এর আগে যুক্তরাজ্যে সোনালী এক্সচেঞ্জে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করা আতাউর রহমান আরো বলেন, ‘স্বদেশে ছোট-বড়-মাঝারি শিল্প-কারখানার জন্যও রূপালী ব্যাংক প্রবাসীদের ঋণ দিচ্ছে ওই একই বিধিতে, অর্থাৎ ৩০ শতাংশ বিনিয়োগের পর ৭০ শতাংশ দিচ্ছে রূপালী ব্যাংক। ইতোমধ্যে অনেক প্রবাসী সে সুযোগ নিচ্ছে। ’
এবিসিসিআই নামের একটি সংস্থার উদ্যোগে ও সংস্থার প্রধান হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন।
সেমিনারে আরো বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এ মোমেন, ফাহাদ সোলায়মান, পল খান ও আব্দুর রাজ্জাক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।