সিবিএন:

কক্সবাজার শহরের জইল্লার দোকান এলাকার সামনের সড়ক থেকে টমটম ভর্তি বাংলা মদ জব্দ করেছে শহর পুলিশ ফাঁড়ি।

এ সময় টমটম চালক ও পাচারকারীকে আটক করা হয়। তবে, তাদের নাম জানাতে পারেনি পুলিশ।

রবিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালানো হয়। রাত ১টা পর্যন্ত আটক টমটম ও মদসমূহ শহর পুলিশ ফাঁড়িতে ছিল। তবে, তা ছাড়িয়ে নিতে তুমুল দেনদরবার অব্যাহত রয়েছে বলে একটি সুত্র মারফত জানা গেছে।

শহর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ আতিকুর রহমান অভিযানের সতত্য নিশ্চিত করলেও আটক ব্যক্তিদের নাম ও মদের পরিমাণ জানাতে অপারগতা প্রকাশ করেন।

তিনি বলেন, মদ ধরেছি, ঠিক। তবে পরিমাণ কত, এখনো তা জানা সম্ভব হয়নি। অনুমান নির্ভর কিছু বলা যাচ্ছেনা।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, মদভর্তি টমটমটি প্লাস্টিকের কাপড় মোড়ানো ছিল। ওই টমটম থেকে ১৮টির মতো মদভর্তি বস্তা আটক করে পুলিশ। ওখানে প্রায় ৫শ লিটার মদ হতে পারে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের।

এদিকে একটি সুত্রে জানা গেছে, বিপুল পরিমাণ মদসহ টমটম আটক হলেও শহর পুলিশ কর্তাদের ভূমিকা রহস্যজনক মনে করেছেন স্থানীয়রা। রবিবার গভীর রাত পর্যন্ত মাদক ও টমটমটি ছাড়িয়ে নিতে মোটা অংকের দেনদরবার চলেছে বলে নাম প্রকাশ না করার অনুরোধ করে এক ব্যাক্তি জানান।

রবিবার দিবাগত রাত ১২.৪৪ টার দিকে শহর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ আতিকুর রহমানকে ফোন করলে তিনি ১০০ থেকে ১৫০ লিটার মতো মদ জব্দের কথা স্বীকার করেছেন। একই সঙ্গে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।