মোহাম্মদ হোসেন,হাটহাজারী :

চট্টগ্রামের হাটহাজারী থানাধীন ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে শুক্রবার(১৩ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় চার ঘন্টা অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড়ের মাটি ও বালু উত্তোলন সময় একটি পাম্প মেশিন ও প্লাস্টিক পাইপসহ মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাটহাজারী ইউ.এন.ও আক্তার উননেছা শিউলী নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা ও হাটহাজারী মডেল থানা পুলিশ অভিযানে অংশ নেয়।

সুত্র জানায় একটি চক্র দীর্ঘ দিন ধরে পাহাড়ের নিচের কৃষিজমি খনন করে কৌশলে অবৈধ ভাবে পাহাড়ের মাটি ও বালু উত্তোলন করে করছিল । খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় একটি বালু উত্তোলনের পাম্প মিশিন ও সাথে প্রায় ৫ শত ফুট প্লাস্টিক পাইপ জব্দ করা হয়। সন্ধ্যা ৮টা পর্যন্ত এ অভিযান চলে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী বলেন,অবৈধ ভাবে পাহাড় কাটার অভিযোগে ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করি। জড়িত কাউকে না পেয়ে মালামাল গুলো জব্দ করি।