এম.জিয়াবুল হক,চকরিয়া :
চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে সওদাগরঘোনা চরনদ্বীপ চিংড়ি জোন এলাকায় আলোচিত নুরুল আমিন হত্যা মামলার পালাতক আসামী আবদুর রশিদ (৫০) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী আবদু রশিদ উপজেলার চিরিংগা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বুডিপুকুর এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে। থানার উপরিদর্শক(এসআই) সুকান্ত চৌধুরী ও এ এস আই সাজু প্রতাভের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ মাছঘাট এলাকা থেকে ধৃত আসামীকে গ্রেপ্তার করেন।
মামলার বাদী নিহতের মা জাহেদা বেগম জানান,তার ছেলে নুরুল আমিনকে গত ৬জুন দিবাগত রাত্রে অভিযুক্ত ধৃত আসামী আবদু রশিদসহ ৩০/৩৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী নুরুল আমিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি আবদুর রশিদ।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ধৃত আবদু রশিদের বিরুদ্ধে নুরুল আমিন হত্যাসহ আরো বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।এ ছাড়াও মামলার অপরাপর আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।