ঝিনুকমালা খেলাঘরে নৃত্য প্রশিক্ষণ কর্মশালা

বার্তা পরিবেশক:

মা বাবাকে হত্যা করে এতিম করেছে হাজার হাজার শিশুদের, মা বাবার সামনে সন্তানকে আঁছাড় মেরে হত্যা করা হয়েছে, জবাই করেছে, গুলি করেছে, অঙ্গহানি করেছে, আহত হয়েছে হাজার হাজার শিশু, শিশু-কিশোরদের শারিরীক নির্যাতনসহ করা হয়েছে ধর্ষণ, জীবনঝুঁকি নিয়ে লাখ লাখ শিশুকে ঠেলে দেয়া হয়েছে বাংলাদেশে। মিয়ানমারে পৃথিবীর এমন নজিরবিহীন জঘন্যতম নির্যাতনের শিকার হয়েছে শিশুরা।। মিয়ানমারে নির্যাতনের শিকার এসব শিশুদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই মানবিকতা বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এসব কথা বলেন বাংলাদেশে শিশুদের নেতৃত্বদানকারি সংগঠন খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন প্রফেসর ড. অধ্যাপক মাহফুজা খানম।

১৪ অক্টোবর ঝিনুকমালা খেলাঘর আসর আয়োজিত দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণকালে ড.অধ্যাপক মাহফুজা খানম প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, কোন যুদ্ধ বা সহিংসতায় শিশুদের কোন অপরাধ নেই। তবুও বার বার যুদ্ধে এবং সহিংসতায় শিশুদের প্রাণ যাচ্ছে, শিকার হচ্ছে নির্যাতনের।তিনি বিশ্বের সকল সহিংসতা থেকে শিশুদের মুক্ত রাখার আহবান জানান।

নৃত্য প্রশিক্ষক টেলিভিশন ব্যক্তিত্ব শিল্পী লায়না হাসান বলেন, যে কোন শিল্পকর্মের মাধ্যমে প্রতিবাদ করা যায়। নৃত্য একটি প্রতিবাদের শিল্পকর্ম। যা সমাজ, দেশ আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য হাতিয়ার হিসেবে কাজ করে।

এতে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রিয় সদস্য রেজাউল কবির, জেলা খেলাঘর আসরের সভাপতি আবুল কাশেম বাবু, সাধারণ সম্পাদক করিম উল্লাহ, জেলা খেলাঘর কর্মকর্তা আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, ওয়াহিদ মুরাদ সুমন , এম. জসিম উদ্দিন, বুলবুল এ জান্নাত, উৎপলা বড়–য়া।

ঝিনুকমালা খেলাঘর সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ঝিনুকমালা একাডেমির পরিচালক ডা: চন্দন কান্তি দাশ, বক্তব্য রাখেন ঝিনুকমালার কর্মকর্তা রীতা দাশ, আরাফাত সাইফুল আদর, সেঁজুতি শর্মা, নাছির উদ্দিন, কানিজ ফাতেমা সুমি, নয়ন চক্রবর্তি, দিপা দাশ, জয় চক্রবর্তি। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু।

নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজারের ৪২ জন নৃত্য শিল্পী প্রশিক্ষণ গ্রহণ করেন। লায়লা হাসানের মতো বাংলাদেশে এমন প্রখ্যাত গুণী শিল্পীর কাছ থেকে নৃত্যের তালিম নিতে পেরে সমৃদ্ধ ও ধন্য হয়েছেন বলেন জানান প্রশিক্ষনার্থীরা।