হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপে ১ লক্ষ মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করেছে। শনিবার ১৪ অক্টোবর দুপুর ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী শাহপরীরদ্বীপ স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট জাফর ইমাম সজীব ও কন্টিনজেন্ট কমান্ডার আকতারের নেতৃত্বে বঙ্গোপসাগর ও সাগরতীরবর্তী এলাকা পশ্চিম পাড়া থেকে ১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত নিষিদ্ধ জালের আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানা যায়।

কোস্ট গার্ড শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জাফর ইমাম সজীব জানান,সকাল ১০টার সময় মা ইলিশ রক্ষায় দ্বীপের সাগরতীরবর্তী এলাকা মাঝের পাড়া ও পশ্চিম পাড়ায় শাহপরীরদ্বীপ কোস্ট গার্ড নিয়মিত অভিযানের সময় এসব কারেন্ট জাল জব্দ করা হয়। তিনি আরো জানান ২২ অক্টোবর পর্যন্ত কোস্ট গার্ড এ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত কারেন্ট জাল গুলো শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সাগর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা সময় টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, কোস্ট গার্ডের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় মেম্বার নূরুল আমিন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।