রিয়াজুল হাসান খোকন ,বাহারছড়া , টেকনাফ :
টেকনাফ বাহারছড়ার শামলাপুর আচারবনিয়া গ্রামে নির্যাতিত রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে মানবিক চিকিৎসা সহায়তার জন্য পাঁচ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল উদ্বোধন করেছেন বিশ্বের অন্যতম মানবিক সহায়তাকারী এনজিও সংস্থা মোয়াস। ১৪ অক্টোবর শনিবার বেলা তিনটায় ফিতা কেটে এই হাসপাতাল উদ্বোধন করেন মোয়াসের প্রতিষ্টাতা ও ইতালিয়ান ব্যবসায়ী খ্রীষ্টফার কেট্রামবোনে, ও তার স্ত্রী বর্তমান মোয়াসের প্রেসিডেন্ট মিসেস রেজিনা, এসময় আরো উপস্থিত ছিলেন শামলাপুর ফুটবল খেলা মাঠে সেনাবাহিনীর কতৃক রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিতরণ কাজে নিয়োজিত তদারকি সেনা কর্মকর্তা মেজর মোঃ ইউছুফ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন, ইউপি সদস্য মোঃ ইউনুছ, সোনা আলী, ফয়েজ উল্লাহ, ও সাবেক ইউপি সদস্য মোঃ ইসলাম, ছৈয়দুল ইসলাম, ডাঃ শুভ, টেকনাফ পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর মানুষ। এদিকে মোয়াস লজিষ্টিক করডিনেটর মোঃ শহিদ উল্লাহ জানান আমাদের নির্মিত হাসপাতাল একটু ছোট হলেও মুলত এখানে নির্যাতিত রোহিঙ্গা ও স্থানীয় জনগণ খুবই ভাল সুযোগ সুবিধা পাবে, এখানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসকেরা সেবা দিতে চেষ্টায় অব্যাহত থাকবে, এখানে আলট্রাসোনোগ্রাফি, ইকোগ্রাফি, ইসিজি পরীক্ষা ও সিজার ডেলিভারী সহ বিনা মুল্যে স্বাস্থ্য সম্মত খাদ্য বিতরণ করা হবে, আর এখানে আরো একটা আনন্দের বিষয় হল এখানে রোহিঙ্গা ছাড়াও স্থানীয়রা বিনা মুল্যে চিকিৎসা সেবা নিতে পারবে। অন্যদিকে বাহারছড়ায় মোয়াস এনজিও সংস্থা বিনা মুল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতাল নির্মাণ করায় স্থানীয়রা মোয়াসের দায়িত্বরত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।