মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনের চাচা আলতাজুর রহমান প্রকাশ আলতাজ মেম্বার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর। তিনি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।
শনিবার ১৪ অক্টোবর সকাল ১০টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইউনিয়নের ৫নং ওয়ার্ড বালুরচরের নিজ বসত বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মরহুম আলতাজ ছিলেন দুই স্ত্রীর স্বামী, ৯পুত্র ও ৯কন্যা সন্তানের জনক। ওইদিন বাদে মাগরিব ডুলাহাজারা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।