প্রেস বিজ্ঞপ্তি: 
রামুর গর্জনিয়া ইউনিয়নের পূর্ববোমাংখিল গ্রামের কিশোর তানভীর রায়হান (১৮) আর নেই। দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত তানভীর শুক্রবার রাত ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তানভীর মৃত রবিউল আলমের ছেলে ও গর্জনিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, ছাত্রলীগনেতা তানজীদ রায়হানের ছোট ভাই। পারিবারিক সূত্র জানায়- আজ শনিবার সকাল সাড়ে ১১টায় নিজ এলাকায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে ছাত্রলীগনেতা তানজীদ রায়হানের ছোট ভাইয়ের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী সংগঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শোকবাণীতে ছাত্রলীগের নেতৃবৃন্দ তানভীরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।