শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :

মায়ানমারের সেনাবাহিনীকে শত্রু ও কাপুরূষের দল আখ্যায়িত করে কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, তারা আজ শকুনের দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিশে^র কাছে নিন্দিত জাতি হিসেবে অং সান সূচীর রাষ্ট্র মায়ানমার জাতিসংঘে পরাজিত হয়েছে। বিশ^ শান্তির অগ্রদূত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘে জয়ী হয়েছে। অংসান সূচী বিশ^বাসীর কাছে কলঙ্কিত অধ্যায় হয়ে দাড়িয়েছে। যার কারণে জাতিসংঘে অনুপস্থিত থেকে প্রমাণ করেছে সে শকুনের দলের এক খলনায়ক। সাড়ে ৫ লক্ষাধিক শরণার্থী ও বর্ডার খুলে দিয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। বিপন্ন মানবতার পাশে দাড়িয়ে বিশে^র কাছে আজ মাদার অব হিউম্যানিটি হিসাবে জয়লাভ করেছেন। তিনি ১৩ অক্টোবর বিকেল ৩টায় সদরের ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অফিস উদ্ভোধন ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ নুর ছিদ্দিকের সভাপতিত্বে যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম এমইউপির সঞ্চালনায় উদ্ভোধনী বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তালেব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান লুতু, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদে সদস্য সোহেল জাহান চৌধুরী, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি, ঈদগাঁও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন জয়, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা, সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক বান্ডি এমইউপি, ছাত্রনেতা কাজী আবদুল্লাহ ও শোয়াইবুল হক প্রমুখ। এসময় সংসদ সদস্য কমল আরো বলেন, বিএনপি লোক দেখানো ত্রাণ বিতরণ করতে আসছিলেন। এ দুঃসময়েও মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাকে দেখতে আসেননি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি লন্ডনে বসে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছেন। মহাসচিবকে কক্সবাজার পাঠিয়ে লোক দেখানো কিছু ত্রাণ বিতরণ করেছিল। বিএনপি মানব কল্যাণের কথা বললেও মূলত তাদের কাজ মানুষকে ভোগান্তিতে ফেলা। তিনি খালেদা জিয়া মানবতার কথা বললেও এক সেকেন্ডের জন্যও কক্সবাজারে শরণার্থীদের দেখতে আসেননি। শুধু আওয়ামীলীগ সরকারের দূর্ণাম রটিয়ে ক্ষমতায় যেতে ফন্দি আঁটে। তা বাংলার জনগণ সহজেই বুঝে গেছে। কোন অপশক্তি দিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। সংসদ সদস্য কমল বলেন, বিপন্ন মানুষের পাশে দাড়াতে রামুবাসী আগামী ২২ অক্টোবর শতাধিক গাড়ী নিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করবে। এছাড়া সদরের ঈদগাঁও এলাকার সর্বস্তরের জনসাধারণকে সর্বহারা রোহিঙ্গাদের পাশে দাড়ানোর জন্য এগিয়ে আসতে হবে। কাউকে খুশি রাখতে নয়, বরং মহান আল্লাহকে খুশি রাখতে অসহায় নির্যাতিত সর্বহারা রোহিঙ্গাদের পাশে দাড়ানো সকলের দায়িত্ব ও কর্তব্য। সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, বিগত সরকারে যা হয়নি জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে প্রচুর উন্নয়ন হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনটি ফের বঙ্গকন্যা ও দেশরতœকে উপহার দিতে হবে। তাই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সরকারের উন্নয়নমূলক কর্মগুলো তুলে ধরতে হবে। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সমাজকে ঢেলে সাজাতে হবে। উন্নয়নের মাধ্যমে সবার সাথে সমন্বয় সাধন করে দৃঢ় সম্পর্ক বজায় রাখতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদের রাজনৈতিক উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফরিদুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ শামসুল হুদা, সদর আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক মেম্বার আবদুর রশিদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা মাষ্টার জাকের হোসেন, নুরুল আলম, নুরুল কবির প্রকাশ সাড়া নুরু, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এহেছানুল হক, পোকখালী সভাপতি মোজাহের আহমদ, ইসলামাবাদ আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দুলাল আচার্য্য, সদর আওয়ামীলীগের সদস্য অনুপম পাল অনু, জেলা বাস্তুহারালীগের সহ-সভাপতি মাষ্টার নাছির উদ্দীন, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দে, দপ্তর সম্পাদক মোজাফ্ফর আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুল হক, উপ-দপ্তর সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, সদস্য শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ উদ্দীন রাসেল, সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাক আহমদ মিন্টু, মাষ্টার আলী আব্বাছ, বশির আহমদ সাবেক এমইউপি, সিরাজুল হক এমইউপি, নুরুল ইসলাম সাবেক চেয়ারম্যান, সাহাব উদ্দীন, দিলীপ কান্তি দে, চন্ডী আচার্য্য, জাহাঙ্গীর আলম, মমতাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, ওমর আলী মেম্বার, সেতারা বেগম এমইউপি, ফরিদা ইয়াছমিন এমইউপি, নাছিমা বেগম এমইউপি, শ্রমিকলীগের সভাপতি মনির আহমদ লেদু, সাধারণ সম্পাদক মো. রুবেল, বাস্তুহারা লীগের সভাপতি বেলাল উদ্দীন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশফাক উদ্দীন আরফাতসহ শত শত নেতাকর্মী। পরে কবি নুুরুল হুদা সড়কে অবস্থিত ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ, বাস্তুহারালীগের উদ্যোগে একটি অফিস ফিতা কেটে উদ্ভোধন করা হয়।