মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
চট্টগ্রাম-হাটহাজারী ও রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী বাসস্টেশন মোড়ে ফিটনেসবিহীন যানবাহন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে বাড়ছে যানজট। ট্রাফিক পুলিশ মোতায়েন থাকলেও বাসস্টেশন মোড় এলাকায় যানজটমুক্ত হচ্ছে না। যার কারনে দিনের পর দিন যানজট তীব্র আকার ধারন করছে। সীমাহিন দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী সাধারণকে। এ সড়কে শতাধিক ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে। ট্রাফিক পুলিশ থেকে টোকেন নিয়ে তারা এ গুলো চালিযে থাকেন। হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ গুলো সরানোর সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবায়ন কিছুই হয় না।
ফিটনেসবিহীন গাড়ি গুলো বাসস্টেশন মোড়ে দাঁড় করে রেখে যানজট সৃষ্টি করছে। এ সব গাড়ি উপ -সড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য দিন -দিন বেড়েই চলছে। অদক্ষ চালকদের বেপরোয়া চালনা আশংকাজনক হারে বেড়েই চলায় যাত্রী -সাধারণ চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। উপজেলার মহাসড়কের সাথে সংযোগ সড়ক গুলোতে টমটম, ভটভটি, ইজিবাইক, অটোরিকশাসহ ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করলেও প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করছেন না।
মহাসড়কে এখনো নির্বিঘেœ চলছে অবৈধ যানবাহন। ফলে সড়কে এসব যানবাহনের কারণে প্রায়শ ঘটছে অহরহ দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রায়ই ঘটছে অসংখ্য প্রাণহানির ঘটনাও। অনেকেই অনাকাংক্ষিত দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণও করছে।
ট্রাফিক পুলিশ রাস্তার উপর দাঁড় করে বিভিন্ন গাড়ি থেকে কাগজপত্র দেখার অৎুহাতে জোর পূর্বক চাঁদা আদায় করছে প্রতিনিয়ত।
চালকরা জানায়, পুলিশকে সন্তুষ্ট করে তারা এসব গাড়ি রাস্তায় নামায়। থানা পুলিশ তাদেরকে টোকেন দেয়। যেসব যানবাহনের টোকেন থাকেনা, সেসব যানবাহন আটক করে থানায় নিয়ে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেয়া হয় বলে এক সিএনজি চালক জানান।
কোন প্রকার নিয়মনীতি ছাড়াই চলছে টমটম। হঠাৎ করে রাস্তার মাঝে টমটম দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে। পেছন দিক থেকে গাড়ি আসার খবরও বেমালুম ভুলে যায়। এতে যত্রতত্র টমটম পার্কিং এর কারণে যানজটেরও সৃষ্টি হয়। যাত্রী সাধারণের অভিযোগ অদক্ষ গাড়ী চালকদের কারণে জনদূর্ভোগ বাড়ছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দ্রুত ফিটনেসবিহীন গাড়ি গুলো সড়ক থেকে সরানোর ব্যবস্থা নেয়া হবে।