১২ অক্টোবর দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকায় প্রকাশিত সেচ্ছাসেবকলীগের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ শিরোনামের কথিত নেতাদের দেওয়া প্রতিবাদের আমার ব্যাখ্যা। উক্ত প্রতিবাদে সত্যকে আড়াল করে একটি বানোয়াড়-মনগড়া প্রতিবাদ প্রকাশ করে নিজেদের অপকর্মকে আড়াল করার চেষ্টা করেছে মাত্র।উক্ত প্রতিবাদে আমাকে চিহ্নিত চাঁদাবাজ ও আমার কারনে হোটেল মোটেল জোনের ব্যবসায়ীরা অতিষ্ট বলে প্রচার করা হয়েছে। যা আমার ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে। আমি উক্ত প্রতিবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজ পর্যন্ত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি প্রমান দিতে পারে আমি সংগঠন কিনবা আমার ব্যক্তিগত পরিচয়ে কারও কাজ থেকে চাঁদাবাজি করেছি তাহলে আর কোনদিন রাজনীতি করব না।মূলত শহর সেচ্ছাসেবকলীগের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমিটি বানিজ্যে মেতে উঠেছে শহর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার আলম চৌধুরী নেতৃত্বে তার লালিত পালিত একটি সিন্ডিকেট। তারেই ধারাবাহিকতায় কোন কারন ছাড়া মোটা অংকের টাকার বিনিময়ে ১২ নং ওয়ার্ড কমিটি বাতিল করে একটি চাঁদাবাজ চক্র জমি দখলকারীদের হাতে কমিটি তুলে দিয়েছে। তারই ক্ষোভের বহিঃপ্রকাশে শতাধিক নেতাকর্মী ১২ নং ওয়ার্ড থেকে পদত্যাগ করে। বিপুল সংখ্যা নেতাকর্মী পদত্যাগ করার মূল কারন হচ্ছে পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ওসমান সরওয়ারে চরম স্বেচ্ছাচারিত নেতকার্মীদের অমূল্যায়ন। পৌর ১২ নং ওয়ার্ড কক্সবাজার পৌর সভার আওতাভূক্ত হলেও নব গঠিক কথিত ভূয়া কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদবীদারি নেতা ঝিংলজা ইউনিয়নে আওতাভূক্ত। কথিত সভাপতি কামাল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের অবৈধ ব্যবসার অন্যতম অংশিদার পৌর সাধারণ সম্পাদক ওসমান। এমনকি ওসমান সরওয়ার অবৈধ ভাবে হোটেল মোটেল জোনের সি পাল/১ সি পাল/২ দখল করে রেখেছে। আমি তার চাহিদা মতো অর্থ দিতে ব্যর্থ হওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে,আর বৈধ কমিটি বাতিল করেছে।
প্রতিবাদকারী
আব্দু শুক্কুর
পদত্যাগী সাধারণ সম্পাদক পৌর ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ