প্রেসবিজ্ঞপ্তি :

বর্তমান সরকার কর্তৃক নতুন মাদরাসা শিক্ষা অধিদপ্তর চালু করার পর হতে মাদরাসা শিক্ষার আধুনিকতা চালু করতে সারা দেশে নিয়মিত মাদরাসা মনিটরিং এর কাজ হাতে নিয়েছেন মহাপরিচালক মোঃ বেলাল হোসেন। এদেশে মাদরাসার শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল আলাদা একখানা মাদরাসা শিক্ষা অধিদপ্তর চালু করা, বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর আন্তরিকতায় আলাদা মাদরাসা শিক্ষা অধিদপ্তর চালু হওয়ায় শিক্ষক কর্মচারীরা বেশ খুশি। নিয়মিত মাদরাসা মনিটরিং এর অংশ হিসেবে আজ কক্সবাজার আসছেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়। তিনি সফর সঙ্গীসহ আজ সকাল এগার ঘটিকার সময় বিমান যুগে কক্সবাজার বিমনা বন্দর পৌঁছবেন। তাকে বরণ করার জন্য বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কক্সবাজার জেলার নেতৃবৃন্দ ও মাদরাসার প্রধান গণ বিমান বন্দরে উপস্থিত থাকবেন বরে জানিয়েছেন। তার কক্সবাজারের কর্মসূচীর মধ্যে রয়েছে আজ ১৩ অক্টোবর সকাল এগার ঘটিকার সময় কক্সবাজার বিমান বন্দর হতে টেকনাফ রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে হোটেলে অবস্থান। আগামীকাল ১৪ অক্টোবর তারিখ জেলার বিভিন্ন মাদরাসা পরিদর্শন। আগামী ১৫ অক্টোবর তারিখ সকাল ১০ঘটিকায় জেলার সকল মাদরাসা প্রধানদের সাথে শিক্ষার মানোনয়নে মত বিনিময় সভায় যোগদান, ১৬ অক্টোবরইং তারিখ পুনরায় জেলার বিভিন্ন মাদরাসা ভিজিট করবেন, এবং ১৭ অক্টোবর তারিখ ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। মহাপরিচালকের সফল সুচী বাস্তবায়নে জেলার সকল মাদরাসা প্রধানদের আন্তরিক সহযোগিতাসহ ১৫ অক্টোবর তারিখে মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য জেলা জমিয়াতের সভাপতি প্রিন্সিপ্যাল কামাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রিন্সিপ্যাল মুহাম্মদ শাহাদাত হোছাইন আহবান জানিয়েছেন। মহাপরিচালকের সফর সূচী আপডেট করতে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইড িি.িফসব.মড়া.নফ ভিজিট করার অনুরোধ জানিয়েছেন।