সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :
উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কক্সবাজার সিভিল সার্জন অফিস ও ইউনিসেফের সহায়তায় এবং রেডিও নাফ একলাবের আয়োজনে,রোহিঙ্গা ক্যাম্পগুলো ও স্থানীয় কমিউনিটির মধ্যে এক বছরের বেশি বয়সী শিশুদের কলেরার টিকা দেওয়ার পরিকল্পনানুযায়ী যথাসময়ে স্ব-স্ব কলেরা টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য হোয়াইক্যংয়ের হ্নীলা কানজর পাড়া হাই স্কুল ও লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ অক্টোবর একইদিন সকাল ১০ টা ও বিকাল ২টায় দুইটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
এতে হ্নীলা কান্জর পাড়া হাই স্কুলের অনুষ্ঠানে হ্নীলা ইউপি সচিব নুরুল হুদা, মহিলা মেম্বার লাল মতি ও লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক নুর আহাম্মদ,স্বাস্থ্য চিকিৎসক,মসজিদের ইমাম,শিক্ষক-শিক্ষার্থী,মুয়াজ্জিন,আগত রোহিঙ্গা জনগোষ্ঠী,গৃহীণি,সর্বস্তরের লোকজন ও রেডিও নাফের টীম অংশগ্রহণ করেন।
এছাড়াও গত ১০ অক্টোবর থেকে সার দেশ তথা টেকনাফেও শিশুদের কলেরা টিকা খাওয়ানো শুরু হয়ে তা সুন্দরভাবে চলছে। তাই রেডিও নাফ একলাবে’র পক্ষ থেকে সকলকে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে কলেরা টীকা খাওয়ানোর জন্য অনুরুধ করা হচ্ছে। আর রোহিঙ্গাদেরকে আমরা যাকে যেখানে পাব যেন সরাসরি সকলকে ওরাল কেন্দ্রে পাঠায়। পাশাপাশি ক্যাম্পেইনে সহায়তাকারী কক্সবাজার সিএস অফিস ও ইউনিসেফকে এবং আয়োজনকারী রেডিও নাফকে ধন্যবাদ জানান আগত সকলে।