হাফিজুল ইসলাম চৌধুরী:
মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রাখাইন প্রদেশে নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। ‘মানুষ মানুষের জন্য’ এই প্রত্যয়কে সামনে রেখে বুধবার (১১ অক্টোবর) বিকেলে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ত্রাণ কেন্দ্রে
সেনাবাহিনীর সহযোগিতায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, ব্যবহার্য জিনিসপত্র এবং নগদ অর্থ। প্রতিনিধি দলের হয়ে রোহিঙ্গাদেরকে ত্রাণ বিতরণ করেন ভিক্ষু মহাসভার মহাসচিব এস.লোকজিৎ থের, হিসাব পরীক্ষক ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, পটিয়া কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ড.সংঘপ্রিয় থের ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের সহকারি পরিচালক ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু।
এসময় বৌদ্ধ ভিক্ষুরা বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সেদেশের সেনাবাহিনী যে নিপীড়ন চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। নিপীড়িত
রোহিঙ্গাদের জন্য আমরাও ব্যতিত। আমরা আজকে তাদের জন্য প্রথম দফায় কিছু ত্রাণ সহযোগিতা নিয়ে এসেছি। এই ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। আমরা চাই রোহিঙ্গারা তাদের সকল নাগরিক এবং মানবিক অধিকার নিয়ে তাদের দেশ মিয়ানমারে শান্তিতে বসবাস করুক। নিপীড়ন বন্ধ করে তাদের সেদেশে মর্যাদার সাথে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আমরা জোরালো আহবান জানাচ্ছি।’ এদিকে ত্রাণ বিতরণ শেষে প্রতিনিধি দলের চার সদস্যসহ- বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, সংঘরাজ
ভিক্ষু মহামন্ডলের সভাপতি ভদন্ত জিনালংকার মহাথের, ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ভদন্ত সুমঙ্গল মহাথের, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত
সুমনপ্রিয় থের, ভদন্ত তাপসজ্যোতি থের, ভদন্ত জ্যোতিসেন থের, ভদন্ত বিপুলাসেন থের, ভদন্ত দীপাংকর থের প্রমূখ অর্ধশত ভিক্ষু রোহিঙ্গা
আশ্রয়শিবির পরিদর্শন করেন।
উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে বৌদ্ধ ভিক্ষুদের ত্রাণ বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।