জাহেদুল ইসলাম, লোহাগাড়া:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় ১২ অক্টোর দিনগত রাতে দেশীয় তৈরী একটি বন্ধুক বিক্রির সময় ৩ জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তাদেও কাছ থেকে ২ রাউন্ড নতাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ আহমদুর রহমানের পুত্র মাে: ইলিয়াছ সানি, উত্তর পদুয়া বদলা পাড়ার আবু তাহেরের পুত্রও আব্দর শুক্কুর ও মো: আব্দুর রশিদেও পুত্র মো: আব্দুল করিম। লোহাগাড়া থানার এসআই মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার ও মামলা তদন্তকারী এসআই সোহরাওয়ার্দী সরওয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী এলজি, দুটি কার্তুজসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতদেও বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়।