নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার হোটেল-মোটেল জোনের আর.এম গেষ্ট হাউস থেকে মিনা সরকার (২৬) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ওই গেষ্ট হাউসের ২০১ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। গেষ্ট হাউসে দেয়া তথ্যনুযায়ী মিনা সরকারের বাড়ি লেখা হয়েছে নোয়াখালীর বসুরহাট এলাকা। তার স্বামীর নাম সালাহউদ্দিন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া। তিনি জানান, গেষ্ট হাউসে দেয়া তথ্য সঠিক কিনা এবং এটি কি আত্মহত্যা নাকি হত্যাকান্ড তাও তদন্ত করা হচ্ছে।
ওসি রনজিত বড়–য়া আরো বলেন-হোটেল-মোটেল ও গেষ্ট হাউস মালিকদের পুলিশের পক্ষ থেকে একাধিকবার সিসিটিভি ক্যামরা স্থাপনের জন্য অনুরোধ করা হলেও অনেক হোটেল-মোটেল ও গেষ্ট হাউসে তা স্থাপন না করায় এধরণের অপরাধ সংগঠিত হচ্ছে।