নিজস্ব প্রতিনিধি
বিভিন্ন স্কুল কলেজের তরুন নির্মাতারা এখন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রতি বেশি ঝুঁকছেন। এতে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরাও কাজ করছেন সানন্দে। দেশে দেশে জনপ্রিয় হয়ে উঠা শর্ট ফ্লিম নির্মাণে পিছিয়ে নেই সমুদ্র পাড়ের তরুন অভিনেতা-অভিনেত্রীসহ নির্মাতারা।
কিছুদিন আগে তরুন নির্মাতা নির্মিত “ইচ্ছে” শর্ট ফ্লিমটি বেশ প্রশংসিত হয় তরুনদের মাঝে। এবার অমিত পাল, আলিসা মুন্নি অভিনীত “এভাবে চলুক” শর্ট ফ্লিমটি নিয়েও চলছে আলোচনা। আগন্তুক অপু
পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইউটিউবে মুক্তি পেয়েছে গত শনিবার। মুক্তির কয়েক দিনের মধ্যে হাজারেরও বেশি বার দেখা হয়েছে ছবিটি। শহরের হোটেল মোটেল জোন ও পর্যটক স্পর্ট গুলোর বিভ্ন্নি স্থানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং করা হয়। রোমান্টিক কাহিনি নিয়ে
নির্মিত চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা আগন্তুক অপু বলেন, ২য় বারের মতো শর্ট ফিল্ম নির্মাণ করলাম। কাজের অভিজ্ঞতা ভালো ছিল। একটু সময় নিয়ে গুছিয়ে কাজটি করেছি। অমিত পাল, আলিসা মুন্নি, এন.বি দেবপ্রিয়, জয় দাশ, নাসরিন জান্নাত, তিতাস আচার্য্য আরো অনেকে অভিনয়ে নতুনত্ব খুঁজে পেয়েছেন দর্শক। ’
অভিনেত্রী আলিসা মুন্নি জানালেন, ‘চলচ্চিত্রটি যাঁরাই দেখছেন তাঁদের সবার মনে নতুনত্ব খোঁজে পাবে। আসলে গল্পটাই এ রকম যে কারো দেখলে মন ভালো হয়ে যাবে। গল্প সম্পর্কে আমি এখন কিছু জানাতে চাই না। সবাইকে চলচ্চিত্রটি দেখতে বলব।’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করে আগন্তুক অপু
আরো বলেন, ‘আমি স্বপ্ন দেখি বাংলাদের স্বল্পদৈর্ঘ্য শর্ট ফ্লিম একদিন অস্কার পাবে। আমি বেশি বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে চাই। এ ছাড়া মুক্তিযুদ্ধের ওপর ফিচার ফিল্ম নির্মাণ করার ইচ্ছে আমার রয়েছে।
উল্লেখ চিত্রগ্রহণ : শাকিল জয়,শব্দচারণ: তাসনিম আনিকা তাপসী
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।