সংবাদ বিজ্ঞপ্তি:
উখিয়ার বিভিন্ন এলাকায় আশ্রিত রোহিঙ্গাদের ত্রাণ দিয়েছে ইসলামি ব্যাংক ফাউন্ডেশন।
বুধবার (১১ অক্টোবর) সকালে সেনা বাহিনীর সহায়তায় ঘুমধুম-১ ত্রাণ বিতরণ কেন্দ্রে আনুষ্ঠানিক ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ইডি) নজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- ইনচার্জ (হিসাব) ফউজ এলাহী, অফিসার মোস্তাফিজুর রহমান, মাহফুজুল হক, রাবেতা ইসলামি ব্যাংক রেসিডেন্সিয়াল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল্লাহ প্রমুখ।
এদিকে  ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ পেয়ে মিয়ানমার মগ সেনাদের অমানুষিক নির্যাতনে মাতৃভূমিহারা রোহিঙ্গারা সন্তুষ্টি প্রকাশ করেছে।
পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সেনা মোতায়েনের ফলে ত্রান কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসায় সবার মাঝে স্বস্তি দেখা দিয়েছে।