বার্তা পরিবেশক:
কক্সবাজার পৌরসভার অর্ন্তগত ৫নং ওয়ার্ডের নতুন চৌধুরী পাড়া কুতুব হাউজের মালিক কক্সবাজার জেলা জজ কোর্টের সেরেস্তাদার আলহাজ¦ আবদুর রহিম ইমারত আইন লঙ্ঘন করে বিল্ডিং নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, সেরেস্তাদার আবদুর রহিম পৌরসভার বিধি ও ইমারত আইন লঙ্ঘন করে বিল্ডিং নির্মাণ কাজ চালিয়ে আসছিল। যার ফলে পাশর্^বর্তী লোকজনের যাতায়াতে চরম অসুবিধার সম্মুখিন হলে তারা অভিযোগ দায়ের করে উন্নয়ন কর্তৃপক্ষ বরাবরে। এই সূত্রধরে উক্ত সেরেস্তাদার আবদুর রহিমকে গত ১৩ আগস্ট জেলা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বিল্ডিং নির্মাণের অনুমতি সাপেক্ষে বৈধ কোন কাগজপত্র আছে কিনা নোটিশ প্রদান করা হলেও কোন জবাব প্রদান করেনি। পরবর্তীতে ২২ আগস্ট পুণরায় উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ইমারত আইন ১৯৫২ এর ৩-বি ধারা অনুযায়ী কারণ দর্শানো সাপেক্ষে বিল্ডিং নির্মাণের কাজ বন্ধের নোটিশ প্রদান করে। উক্ত নোটিশ পাওয়ার পর কিছুদিন নির্মাণ কাজ স্থগিত রাখলেও পুণরায় ইমরাত আইন লঙ্ঘন করে উক্ত সেরেস্তাদার আবদুর রহিম বিল্ডিং নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন পাশর্^বর্তী ভূক্তভোগী লোকজন।