জালাল আহমদ,ঢাকা থেকে:
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মফিজুর রহমান আশিক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো: মঞ্জুর হোসেন ঈসা,ঢাবির ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব সহ আট জন কে আটক করেছে পুলিশ। আজ সকালে দৈনিক বাংলা মোড়ে ১৯৯০’ র স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতি স্তম্ভে পুষ্পার্পণ শেষে ফেরার সময় উৎপেতে থাকা পুলিশের একটি দল আশিক সহ ৮ জনকে আটক করে।আশিক সহ তিন জনকে মতিঝিল থানায় এবং রাকিব সহ বাকি পাঁচ জনকে পল্টন থানা পুলিশ হেফাজতে রাখা হয়।এ দিকে চট্টগ্রামের কৃতিসন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মফিজুর রহমান আশিক কে আটকের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল। এ সময় চবি ছাত্রদলের নেতারা অবিলম্বে মফিজুর রহমান আশিক কে মুক্তি না দিলে বৃহত্তম চট্টগ্রামে কঠোর কর্মসূচি দেয়া হবে হুমকি দেন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক আশিক সহ ৮ জন আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।