মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :
জলপাই খাওয়া হলো না ঈদগাঁওর দরিদ্র কৃষক আবদু শুক্কুরের পুত্র সাইফুল ইসলামের। জলপাই পাড়ার আগে গাছ ভেঙ্গে পড়লে গুরুতর আহত হয়ে সে মাটিতে উপোড় হয়ে পড়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ১০ অক্টোবর ভোর রাতে তার মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে প্রকাশ, ঈদগাঁও ভাদিতলার কৃষক আবদু শুক্কুরের পুত্র সাইফুল ইসলাম (১৫) সাধের জলপাই খেতে সোমবার বিকেলে পাশর্^বর্তী ছাবের আহমদ মিস্ত্রির গাছে উঠেছিল। জলপাই পাড়ার পূর্বেই সে ৫০ ফুট উঁচু গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন প্রথমে তাকে ঈদগাঁওর একটি ক্লিনিকে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী নতুন ব্রীজ এলাকায় তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে তার জানাযা ও দাফন অনুষ্ঠিত হয় বলে জানান স্থানীয় বাসিন্দা ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদ দফাদার নুর মোহাম্মদ। স্থানীয় এমএ আজিজ রানা জানায়, সাইফুল এবং ছাবের মিস্ত্রির বাড়ি পাশাপাশি। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।