১০ অকোক্টবর সকাল ১১ টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা কক্ষে ইমারতের নকশা আবেদনকারীদের সাথে কউক চেয়ারম্যান লে.কর্ণেল ফোরকান আহমদ সভাপতিত্বে এক গণ শোনানী অনুষ্ঠিত হয়।
উক্ত গণশুনানীতে কউক প্রতিষ্ঠার আগে তৎকালিন কউক এর সভাপতি ক´বাজার জেলা প্রশাসকের কাছে আবেদন কৃত নকশার মধ্যে যে সমস্ত আবেদনকারি ইতিপুর্বে ভূমি ব্যবহার ছাড়পত্র গ্রহন করেনি এবং যাদের নকশা অসম্পুর্ণ তাদের নিয়ে কউক চেয়ারম্যান বিভিন্ন সমস্যা নিয়ে পর্যালোচনা করেন এবং সমস্যা সমাধানের দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত গণশুণানীতে উপস্থিত ছিলেন কউক এর সদস্য প্রকৌশল লে. কর্ণেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম, কউক এর নির্বহী প্রকৌশলী ও অথরাইজড অফিসার কাজী ফজলুল করিম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।