শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :
চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদ পয়েন্টে বাসের ধাক্কায় টমটম চালক সহ নিহত হয়েছে দুইজন এসময় আহত হয়েছে আরো এক ব্যক্তি। ঘাতক বাসটি জব্দ হলেও চালক হেলপার পালিয়ে গেছে। ১০ অক্টোবর সকাল ৭ টায় মহাসড়কের ইসলামাবাদ খোদাইবাড়ী রাস্তার মাথা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত টমটম চালক আবদুর রশিদ(২৫) পার্শ্ববর্তী ঈদগাঁও ইউনিয়নের মনছুর আলমের পুত্র ও ইসলামপুর ইউনিয়নের হাজী পাড়া এলাকার মৃত আমির হোসেনের পুত্র নুরুল হক (৪৫)। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।তবে তার অবস্থা আশংকাজনক বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, খুটাখালী থেকে যাত্রী নিয়ে ঈদগাহ্ আসছিল ইজিবাইক টমটম গাড়িটি পতিমধ্যে রাস্তার মাথা নামক এলাকায় পৌছলে কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখি সৌদিয়া পরিবহন যার নং ঢাকা মেট্রো ব-১১-০০৭১ বাসটি ঐ টমটমকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই টমটম চালক আবদুর রশিদ মারা যায়।স্থানীয়রা উদ্ধার করে অপর যাত্রীদের হাসপাতালে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হকও মারা যায়।ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামান জানান,খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ডুলহাজারা হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে।তিনি আরও জানান,নিহতদের সুরহতাল রিপোর্ট তৈরী করে পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে।