চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় ২টি বন্দুক ও তাজা কার্তুজসহ বাহাদুর নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তির নাম বাহাদুর করিম বাহাদুর (৩০) উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকার মৃত আব্দুস সালাম মাঝির পুত্র। গতকাল ৯ অক্টোবর ভোর রাত ২ টা ১৫মিনিটের দিকে ফাঁসিয়াখালীর ছাইরাখালীর বনগ্রাম প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার অপারেশন অফিসার (এসআই) তানভীর আহমদ চৌধুরী, উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক ও এসআই সুকান্ত চৌধুরীর যৌথ নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স নিয়ে ভোর রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে বাহাদুরকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছে দেশীয় তৈরী একটি লম্বা এলজি ও একটি কাটা বন্দুক এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তার অস্ত্র আইনে থানায় নতুন করে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।