হত্যাকারীদের শাস্তির দাবী পরিবারের
চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকায় আবদুল আজিজ ড্রাইভারকে পূর্বশত্রুতার জের ধরে মোবাইল ফোনে বাড়ী থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রবিবার ভোর রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই নাজিম উদ্দিন বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে আরো ৫-৬জনকে অজ্ঞাত আসামী দেখিয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভুক্ত তিন আসামী গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ হোছাইন প্রকাশ পুতু(২৩), মোহাম্মদ মিজানুর রহমান প্রকাশ মুন (২৬) ও আব্বাছ আহমদ (২৬)।
এদিকে একটি প্রভাবশালীমহল এ হত্যা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার চক্রান্ত শুরু করেছে দাবী করে গতকাল ৯ অক্টোবর সোমবার বিকেল ৪টায় চকরিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী দাবী করেন, ধৃত আসামীরা গত ৮ অক্টোবর ভোররাতে আমার স্বামী আবদুল আজিজকে মোবাইল ফোনে বাড়ী থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে নিজপানখালী প্রাথমিক বিদ্যালয়ের পাশে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত আবদুল আজিজের তিন সন্তান এমরান হোসেন খোকা (১২), লিজা মনি (১০), শহীদুল ইসলাম মিনার (৭), নিহতের বড় ভাই ও মামলভার বাদী মোহাম্মদ নাজেম উদ্দিন, চাচা আলহাজ্ব ফিরোজ আহমদ, মাওলানা রফিক আহমদ, চাচা ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, নিহতের বড়বোন সেতারা বেগম এবং নিহতের নিকটাত্বীয় ও পৌর আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য মিফতাব উদ্দিন চৌধুরী । উপস্থিত নিহত পরিবারের সদস্যরা ড্রাইভার আবদুল আজিজ হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।