জাহেদুল ইসলাম, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ১ নং ওয়ার্ডের ছোল্লার বড় পিড়ার মৃত মুফিজুর রহমানের পুত্র খোরশেদ আলম (৩৫) দীর্ঘ ৩ বছর ধরে মরণব্যধি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

জানা যায়, খোরশেদ একজন পেশায় সিএনজি চালক। সংসারে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ইতো মধ্যে চিকিৎসা খরচ বহন করতে না পেরে নিজের সিএনজিো বিক্রি করে দিয়েছেন বলে খোরশেদের স্ত্রী জানান। বড় ছেলে ৩য় শ্রেণিতে ও মেয়েটি ১ম শ্রেণিতে অধ্যয়নরত।

দীর্ঘ ৩ বছর যাবৎ ঘাড় ও মাথা ব্যথা হওয়ায় বিগত ১৮ আগষ্টে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে এমআর আই (MRI) পরিক্ষায় জটিল ব্রেইন টিউমার ধরা পড়ে। ডাক্তার  বলেছেন, দ্রুত  উন্নত চিকিৎসা ও অপারেশন করা দরকার। এজন্যে ৭/৮ লক্ষ টাকা প্রয়োজন।

ব্রেইন টিউমারে আক্রান্ত খোরশেদ বলেন, সে বাঁচতে চাই। সে আমার দেশ-বিদেশের প্রবাসী ভাইদের ও সমাজের বিত্তবানসহ ও সকল মানুষের  নিকট ব্রেইন টিউমার অপারেশনের জন্যে সহায়তায় হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জায়িছেন। সাহায্য পাঠানোর নাম্বারঃ
রোগীর বিকাশ নং ০১৮২১-৪৩০৩১৮
রোগীর আত্নীয়ঃ ০১৮১৫-৮০৫৩৪৯ (এ্যাডভোকেট শিহাব উদ্দিন)