আতিকুর রহমান মানিক:

কক্সবাজার মৎস্য অধিদপ্তরের দিনব্যাপী অভিযানে বিভিন্ন প্রকারের বিপুল পরিমান নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। সোমবার সকাল থেকে সারাদিন বঙ্গোপসাগর ও মহেশখালী চ্যানেলের একাধিক পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব প্রদানকারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ জানান, চলমান মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসাবে সকাল থেকে মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তা- কর্মচারীদের সমন্বয়ে গঠিত বিশেষ টীম সাগর ও নদী মোহনায় অভিযানে নামেন। মহেশখালী চ্যানেল, চৌফলদন্ডী খালের মোহনা, খুরুস্কুল উপকূল ও মাছুয়াখালী খাল থেকে এসময় প্রায় ৫০০ মিটার চরজাল, ৪ টি বড় আকারের বেহুন্দি জাল ও ৪ টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল বিকালে জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আবদুল আলীমের উপস্হিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়। কক্সবাজার কোস্টগার্ড ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার নেতৃত্বাধীন কোস্টগার্ড ফোর্স অভিযানে সহায়তা করেন।