মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি :
সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে চরতী পুলিশ ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় দীর্ঘ কয়েক বছর পর এক আসামিকে গ্রেফতার করেছে। তাঁর নাম মো. নোমান (৩৪)। গত ৮ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মো. সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চরতী দূরদুরী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। নোমান চরতী ইউনিয়নের মাইজপাড়ার মৃত ফারুকের ছেলে। নাশকতামূলক কাজে জড়িত থাকায় তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।