জাহেদুল ইসলাম, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া থানায় নিজ মেয়েকে ধর্ষনের মামলায় আটক ধর্ষক আব্দুল মাবুদ ৮ অক্টোবর  চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা জবানবন্দীতে নিজের দোষ অকপটে স্বীকার করেছেন বলে লোহাগাড়া থানা সুত্রে প্রকাশ।
গত ৭ অক্টোবর লোহাগাড়া থানায় নিজ মেয়েকে দর্ষণের অভিযোগে ভিকটিমের নানা এয়াকুব আলী বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ হন্ন হয়ে খুঁজছেন ধর্ষক পাষন্ড বাবা আব্দুল মাবুদ (৩৫)কে। সে লোহাগাড়া সদর ইউনিয়ন দরবেশহাট শাহপীর পাড়ার ওসমান গণির পুত্র।

লোহাগাড়া থানা পুলিশের ওসি শাহজাহান পিপিএম বার এর বিছক্ষণ সাহসীকতায় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় মামলার তদন্তকারী এসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ মেয়েকে ধর্ষক আব্দুল মাবুদকে আটক করে । লোহাগাড়া থানা পুলিশ মাবুদকে ডবলমুরিং থানা এলাকা হতে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। ৮ অক্টোবর সকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ ধর্ষক মাবুদকে আদালতে সোপার্দ করেছেন বলে জানান লোহাগাড়া থানা পুলিশ।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম বার বলেন, পিতা কর্তৃক কন্যা ধর্ষণের ঘটনাটি মর্মাহত এবং ন্যক্কারজনক ঘটনা। গত ৭ অক্টোবর ধর্ষিতার নানা এয়াকুব আলী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।মামলার কিছুক্ষণ পর পরেই নগরীর ডবল মুরিং থানা এলাকা হতে আমাদের লোহাগাড়া থানা পুলিশের এসআই মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি টীম ধর্ষক আবদুল মাবুধকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো বলেন, পরেরদিন সকালে ধর্ষক পিতাকে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা মতে তার জবানবন্দীর গ্রহণের জন্য পাঠানো হয়েছে। ধর্ষিতাও ২২ ধারা মতে জবানবন্দী দিয়েছেন। ধর্ষক মাবুদ আদালতে অকপটে নিজ কন্যাকে ধর্ষণ করেছেন বলে দোষ স্বাীকার করেন বলেও তিনি জানান।