প্রেস বিজ্ঞপ্তিঃ
মিয়ানমারের সহিংসতা থেকে বেঁচে আসা বাংলাদেশে আশ্রয় নেওয়া অনাথ ও অসহায় শিশুদের মানসিক শক্তি তৈরির জন্য উখিয়া ও টেকনাফে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও পিপলস থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকির পরিকল্পনায় দুই দিনব্যাপি ব্যাতিক্রমধর্মী ড্রামা থেরাপি কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে গঠিত একটি দল ০৭ ও ০৮ অক্টোবর কুতুপালং, বালুখালি, ঘুমধুম, পালংখালি, থ্যাংখালি ও টেকনাফের উনছিপ্রাংয়ে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পে কর্মসূচি পরিচালনা করেন। এই কর্মসূচির আওতায় দুই হাজারেরও অধিক রোহিঙ্গা শিশু অংশগ্রহণ করে। বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে শিশুরা ব্যাপক আনন্দ লাভ করে। শিশুদের এই আনন্দ ক্যাম্পে অবস্থানরত বড়দের মাঝেও ব্যাপকভাবে সঞ্চারিত হয়। এ সময় তারা এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
ড্রামা থেরাপি পরিচালনা করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মনিটরিং অফিসার আব্দুল্লাহ বিপ্লব, কক্সবাজার জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ এবং পিপলস থিয়েটার এসোসিয়েশনের সম্পাদক মন্ডলির সদস্য হাবিব তাড়াশি। এই সময় সহযোগী হিসেবে ছিলেন, কক্সবাজারের সাংস্কৃতিক কর্মী সৌরভ দেব, অর্পন বড়ুয়া, রাহুল মহাজন ও আরমান মালিক।