বার্তা পরিবেশকঃ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর ড. ওয়াহিদুজ্জামান বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার অগ্রগতি এবং শিক্ষকদের নানা সুযোগ সুবিধা বাস্তবায়নে সরকারের গৃহিত পদক্ষেপ যথাযত বাস্তবায়নই তার প্রমান । বেসরকারি শিক্ষকদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতার বাস্তবায়ন শীঘ্রই হচ্ছে। গতকাল কক্সবাজারের সকল কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে শিক্ষার গুনগতমান উন্নয়ন ও প্রতিষ্ঠান প্রধানদের করনীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কক্সবাজার মডেল হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন। প্রধান অতিথি বলেন, শিক্ষার অগ্রগতি , শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এবং জনবল কাঠামো পরির্বতনে শিক্ষা মন্ত্রনালয় কাজ করছে । শিক্ষার্থীদের বর্তমান যুগের সাথে তালমিলিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করনে শিক্ষকদেও প্রতি গুরুত্বারোপ করেন।

শিক্ষার গুনগতমান উন্নয়ন ও প্রতিষ্ঠান প্রধানগণের করনীয় শীর্ষক এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মীর জাফর আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সালেহ উদ্দিন চেšধুরী, সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো ঃ আবদুল হক, মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, উখিয়া কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, কক্সবাজার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী,জারাইলতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর, চকরিয়া কেন্দ্রিয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কান্তি দেবনাথ, দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক, টেকনাফ শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম, ঈদগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতসহ ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।