হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফে শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি-জেডিসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ অক্টোবর দুপুর সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা জেএসসি ও জেডিসি পরীক্ষা কমিটির সভাপতি ইউএনও মোঃ জাহেদ হোসেন ছিদ্দিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১ নভেম্বর হতে সারা দেশে এক যোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হবে। টেকনাফ উপজেলার ৩টি জেএসসি ও ১টি জেডিসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য বিস্তারিত আলোচনা হয়। এতে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উজ্জ্বল ভৌমিক, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে হল সুপার উদয় শেখর দত্ত, হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে সিরাজুল ইসলাম এবং রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অধ্যক্ষ মাওঃ ফরিদ আহমদকে হল সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। বিধি মোতাবেক সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানই স্ব-স্ব পরীক্ষা কেন্দ্র সমুহের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন, প্রবেশপত্র ফি ২৫০ টাকা, কক্ষ পরিদর্শক সম্মানী ১৫০ টাকা, বৈধভাবে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক সুত্রে জানা গেছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্বে নিয়োজিত একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবছার, প্রধান শিক্ষক মফিজুদৌলাহ, শিউলী চৌধুরী, রূপম কান্তি বড়ুয়া, মুহাম্মদ আব্দুস সালাম, মোঃ সিরাজুল ইসলাম, মাহমুদুর রহমান, মাওঃ মুহাম্মদ আব্দুল মন্নান, রফিকুল ইসলাম, মনি শংকর নাথ, মোঃ হোসাইন, মৌলভী জামাল উদ্দিন, অধ্যক্ষ মাওঃ কামাল হোসাইন, সুপার মাওঃ আমির আহমদ, মাওঃ মোস্তাক আহমদ, মাওঃ মুফিজ ইকবাল, মাওঃ মোঃ হাসান, হাফেজ মাওঃ ফখরুল ইসলাম ফারুকী, মাওঃ ছিদ্দিক আহমদ, জমির উদ্দিনসহ উপজেলার ১৭টি হাইস্কুল এবং ১০টি মাদ্রাসা প্রধান ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ##
টেকনাফে জেএসসি-জেডিসি পরীক্ষা ও কেন্দ্র কমিটির প্রস্ততি সভা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।