সংবাদদাতা:
ল্যাবএইড ফাউন্ডেশনের উদ্যোগে বালুখালীর জুমেরছড়ায় মিয়াানমারের বাস্তুচ্যুত অসহায় মানুষের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে মাসব্যাপী ‘ল্যাবএইড মেডিকেল ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়। রবিবার (৮ অক্টোবর) এই কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল ও খোরশেদ আরা হক এবং লে. কর্ণেল মইনুল হক।
ল্যাবএইড মেডিক্যাল ক্যাম্পে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ পর্যন্ত রোগীদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ল্যবএইড গ্রুপের এজিএম, কর্পোরেট কমিউনিকেশন সাইফুর রহমান লেনিন, ম্যানেজার মেসবাহ আযাদ এবং ল্যাবএই কক্সবাজারের ইনচার্জ মনির উদ্দিন হাসান তালুকদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
রোহিঙ্গাদের সেবায় ল্যাবএইড মেডিকেল ক্যাম্প উদ্বোধন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে