শফিক আজাদ,উখিয়া (কক্সবাজার) :
এটি কোন গাছের ফল নিতে বা ইচ্ছে করে নয়, প্রাণে বাঁচতে বাধ্য হয়ে গাছে উঠলেন এক এনজিওকর্মী। সে আসলে জানেনা রোহিঙ্গা ক্যাম্পের বাস্তব চিত্র কি? ত্রাণের টোকেন বিতরণ করতে গিয়ে বুঝতে পারলেন এখানকার চিত্র।
রবিবার (৮আগষ্ট) সকালে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নিয়োজিত এনজিও সংস্থা মুক্তি বাংলাদেশের একজন কর্মী দাতা গোষ্টি থেকে প্রাপ্ত ত্রাণ রোহিঙ্গা শরনার্থীদের মাঝে সুস্থভাবে বিলি বন্টনের টোকেন বিতরণকালে জনরোষের শিকার হয়ে গাছে উঠে যায়। কেউ কেউ বলতে দেখা গেছে সে যদি গাছ বেয়ে উঠতে না পারত তাহলে দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা ছিল। এ ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের কোন বিকল্প নেই বলে জানান স্থানীয়রা। ঘটনার প্রত্যক্ষদর্শী, উখিয়া নিউজ ডট কমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ থেকে শুরু করে যেকোন ক্ষেত্রে অভিজ্ঞ সম্পন্ন লোকের দরকার। তাই এনজিওদের কর্মী নিয়োগের সময় এই বিষয়টি মাথা রাখা প্রয়োজন। এখন কিন্তু তা মনে করছেনা কর্মরত এনজিও গুলো। যার কারনে এই অবস্থা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।