সংবাদদাতা:
বিআরটিএ কক্সবাজার সার্কেল ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে সড়ক নিরাপত্তা পেশাগত দক্ষতা ও গণসচেতনতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআরটিএর পরিচালক প্রশিক্ষণ মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, কোন ঘাতক চালক হয়না। কিছু চালক ট্রাফিক চিহ্ন না মানা, অতিরিক্ত বুঝায় ও গতি এবং ওভারটেকিং করার কারণে দূর্ঘনার সৃষ্টি হয়। এসব চালকদের ব্যক্তিগত কোন না কোন সমস্যা রয়েছে। তাই গাড়ি চালানোর সময় সম্পূর্ণ ভাবে স্বাভাবিক মানসিকতায় থাকতে হবে।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন- সহকারী সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর, ট্রাফিক পুলিশ পরিদর্শক বিনয় কুমার বড়ুয়া, কক্সবাজার ট্রাক মালিক গ্রুপের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, বিআরটিএ কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো: জামাল উদ্দীন, সহকারী পরিচালক প্রশিক্ষণ ও বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এম.এ আশরাফ ছিদ্দিকী ও বিআরটিএ কক্সবাজার সার্কেলের মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম।
জেলা পরিষদ মিলনায়তনে শনিবার কর্মশালায় পেশাদার (নবায়ন) ইচ্ছুক আবেদনকারী ১০০চালক অংশ নেয়।