প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন-ক্রীড়া চর্চায় পারে ছাত্র-যুব সমাজ তথা মানুষকে নষ্টের পথ থেকে ভাল পথে এগিয়ে নিতে। তিনি বলেন-লেখাপড়া ও কর্মজীবনের পাশাপাশি যদি কোন লোক খেলাধুলার সাথে জড়িত থাকে তাহলে সে কখনোই মাদক, অপরাধসহ কোন খারাপ পথে পা বাড়াতে পারে না। বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যতবারই ক্ষমতায় এসেছে ততবারই ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ঘটিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন-যার প্রমান ইতোমধ্যে আমরা দেশের বিভিন্ন প্রান্ত এবং কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় ক্রীড়া উন্নয়নের পাশাপাশি প্রমাণ পেয়েছি। জেলা পরিষদ চেয়ারম্যান জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত আন্ত: ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করতে গিয়ে উপরোক্ত কথা বলেন। পিটিআই স্কুল মাঠে জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভঅপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক। বিশেষ অতিথি ছিলেন-কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড মেম্বার ইঞ্জিনিয়ার বদিউল আলম, বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের সদস্য এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, টুর্ণামেন্টের স্পন্সর ফ্রেশ সিমেন্টের চট্টগ্রামের ম্যানেজার তারিকুল আলম রাসেল, এরিয়া ম্যানেজার আসাদ উল্লাহ মাসুম, অফিসার আজিজ কাদেরী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইলিয়াছ। জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেলিম ওয়াজেদ ও জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ মেম্বারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন-জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির প্রতিষ্টাতা সভাপতি জয়নাল আবেদীন কালু, সাবেক সভাপতি আবু তাহের, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি ছগির খান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মনজুর আলম, সহ-সাধারণ সম্পাদক ফরিদুল আলম, কোষাধ্যক্ষ আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, ক্রীড়া সম্পাদক জহিরুল আলম, প্রচার সম্পাদক মোঃ ইউনুছ, দপ্তর সম্পাদক মোঃ ইউনুছ দুলু, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ফরহাদ, সদস্য নুরুল হামজা, ছালেহ আহমদ, আব্দু শুক্কুর প্রমুখ। খেলা পরিচালনা করেন আহবায়ক আলী হোসেন, শামসু আলম, জহিরুল আলম, বখতিয়ার, রমজান আলী, গোলাম হোসেন প্রমুখ। ডিআরবি ফুটবল একাদশ ও ডি কক্স ফুটবল একাদশের মধ্যেকার উদ্বোধনী খেলা ড্র হয়। রেফারীর দায়িত্ব পালণ করেন সাইফুল ইসলাম আবু।