ইমরান হোসাইন, পেকুয়া:
চট্টগ্রামস্থ পেকুয়া উপজেলা ছাত্র যুব কল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংর্বধনা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (৬অক্টোবর) বিকেলে চট্টগ্রাম কাজেম আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সংর্বধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়ার সাংসদ আলহাজ্ব মো. ইলিয়াছ।
পরিষদের সভাপতি মোহাম্মদ সোহেল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক মো.সাদ্দাম হোসাইন।
এতে প্রধান আলোচক ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.মোহাম্মদ সানাউল্লাহ, উদ্ভোধক ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা লায়ন মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম র্কোট আইনজীবী মো. মহিউদ্দিন, টাইটাস ওর্য়াল্ড হিউম্যান রাইট্স হেল্থ এন্ড এডুকেশন ফাউন্ডেশন চেয়ারম্যান রোটারিয়ান অধ্যক্ষ ডা: আনোয়ার হোসেন মানিক, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির র্বোড অব ট্রাস্টিজ মাহবুবা শিউলি।
এ সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এসএম শাহাদাত হোসেন, মোঃ সেলিম উদ্দিন, আনোয়ার সাদাত, মো. বেলাল হোসেন, এম. কাইছার উদ্দিন, হারুন অর রশিদ, সদস্য মো. ইলিয়াছ, রিদুয়ান, শাহনেওয়াজ সুমন, ইকফাত ফয়সাল ছোটন, মফিজ সিকদার, শওকত হোসেন বিজয়, ওয়াসিম আকরাম, আরফান উল্লাহ ও মোঃ নুর প্রমূখ।
সভায বক্তারা বলেন, শির্ক্ষাথীদের মনন বিকাশে সৃজনশীল ছাত্র সংগঠন ভুমিকা অপরিসীম। ছাত্র সংগঠন গুলো এ দেশে সমাজে ও রাষ্ট্র উন্নয়নে পরোক্ষ এবং দৃশ্যমান ভূমিকা রেখে আসছে।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়। সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।