সিবিএন:
কক্সবাজার শহরের খুবই পরিচিত মুখ শুক্কুর ফকির। সারাদিন এক-দুই টাকার জন্য ঘুরে ফেরে মানুষের দ্বারে দ্বারে। ভিক্ষায় কামাই করা সব টাকা নিজের পকেটে ভরেননা। সন্ধ্যায় অন্যান্য ফকির ও মসজিদে দান করে বাড়ী ফিরেন। নামে ফকির হলেও অন্তর কিন্তু অনেক বড় শুক্কুর ফকিরের। সাদামাটা এই ফকিরটি রোদে পোড়ে অর্জিত টাকায় ত্রাণ নিয়ে হাজির হন মানবতার পাশে। উখিয়ার বিভিন্ন এলাকায় আশ্রিত রোহিঙ্গাদের হাতে তুলে দেন নগদ অর্থ। এর আগেও সিডর আক্রান্ত এলাকায় ছুটে গিয়েছিলেন শুক্কুর ফকির। বিচিত্র সব অভিজ্ঞতা এখানে!
ছবি: মোয়াজ্জেম হোসেন শাকিল