মানবজমিন : জাতিসংঘের ৭২ তম অধিবেশনে যোগদান ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে নয়টায় তাকে নিয়ে একটি বিশেষ বিমান হযরত শাহজালাল (রা.) বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন লেখক, শিল্পী, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, ক্রীড়াবিদ ও ব্যবসায়ী নেতারা। সাহিত্যিক রাহাত খান, শিল্পী হাশেম খান, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সংস্কৃতিকর্মী আতাউর রহমান, গোলাম কুদ্দুস, সারা যাকের উপস্থিত ছিলেন বিমানবন্দরে। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে রাজধানীর বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত পথে জড়ো হয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। রাস্তার দুপাশে হাজার হাজার নেতাকর্মী শৃংখলাবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। সকাল সাড়ে ৬টার পর থেকেই নেতাকর্মীরা বিভিন্ন স্পটে জড়ো হতে শুরু করেন। তারা বিভিন্ন প্লাকার্ড হাতে মুখে স্লোগান তুলে নেত্রীকে শুভেচ্ছা জানান। এর আগে ১৬ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন সপ্তাহের সফরে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় যোগদান ছাড়াও বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সাধারণ অধিবেশনে যোগদান শেষে ২২শে সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ভার্জিনিয়া যান। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৬শে সেপ্টেম্বর স্থানীয় একটি হাসপাতালে তার পিত্তথলিতে অস্ত্রোপচার হয়। বুধবার ভার্জিনিয়া থেকে লন্ডন পৌঁছেন প্রধানমন্ত্রী।