প্রেস বিজ্ঞপ্তি :

সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি শ্লোগানে কক্সবাজারে শিল্পকলা একাডেমির আয়োজন শুরু হয়েছে ১৬ দিন ব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ৬ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে ১৬ দিন ব্যাপী এ উৎসবের উদ্ভোধন করা হয়। কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য ও কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সঞ্চালনায় অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য প্রকৌশলী বদিউল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, টেকনাফ কলেজের বাংলা বিভাগের প্রধান কবি সিরাজুল হক সিরাজ, কক্সবাজার জেলা উদীচীর সভাপতি কল্যান পাল, কবি মানিক বৈরাগী প্রমুখ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১৬ দিনের এ উৎসবে সমকালিন, ধ্রুপদীধারার, মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং জাতীয় ও আন্তর্জাতিক পুরুষ্কারপ্রাপ্ত মোট ৪২ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রংবাজ, জীবন থেকে নেয়া, টেলিভিশন, রাণীকুঠির বাকী ইতিহাস, সীমানা পেরিয়ে, আগুনের পরশমণি, অজ্ঞাতনামা, গোলাপী এখন ট্রেনে, মেঘমল্লার, ঘানি, সত্যের মৃত্যু নেই, জীবন ঢুলি, মনপুরা, দাঙ্গা প্রভৃতি।

প্রতিদিন বিকাল তিনটা থেকে পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে চলচ্চিত্র প্রদর্শনী চলবে।