এম আবুহেনা সাগর, ঈদগাঁও:
অপশক্তির বিরুদ্ধে কলম সৈনিকদের সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবে রাষ্ট্রদূত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর যোগ্য কন্যা নাজনিন সরওয়ার কাবেরী।
তিনি বলেন, সত্য লিখনিতে ভয় পেলে চলবেনা। দেশ ও মানবতার কল্যাণ সংবাদকর্মীদের সর্বদা অপোষহীন থাকতে হবে।অপরাধী চক্রের বিরুদ্বে সংবাদকর্মীদের কলম ধরতে হবে। অন্যায়-অবিচার, জোর-জুলুমসহ সব অপরাধের বিরুদ্ধে কলম চালাতে হবে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর একঝাঁক তরুণ প্রজন্মের কলম সৈনিকদের সংগঠন ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির কার্যালয় (বাজারস্থ নাহার ফার্মেসীর তৃতীয় তলায়) উদ্বোধন অনুষ্ঠানে নারী নেত্রী কাবেরী এসব কথা বলেন।
রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগরের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামান।
বক্তব্য রাখেন জেলা পোর্ট্রি ফার্ম মালিক সমিতির সভাপতি আবু তৈয়ব চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন- রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল কবির হেলাল, ঈদগাঁও সাংস্কৃতিক একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন।
সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জালালাবাদ কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল আবছার।
উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি এম শফিউল আলম আজাদ,সহ সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলী, সদস্য এম ছরওয়ার শিফা, মিজবাহ উদ্দিন, মো: রফিক উদ্দিন লিটন, মোঃ নিজাম উদ্দিন, মেহেরঘোনার বিট কর্মকর্তা মনজুরুল ইসলাম, ছালাহ উদ্দিন পুতু, ফয়েজুল্লাহ, রিদুয়ানুল ইসলাম বাবু, মাহবুবুর রহমান মাবু, আবু তাহের, জামশেদ আলী প্রমুখ।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন সংগঠনের সদস্য হাফেজ বজলুর রশিদ।
পরে সংস্কৃতিকর্মী কুতুব উদ্দিনের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করে দর্শকরা।
উল্লেখ্য, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির নিজস্ব অফিস ডিসি সড়কের পুরাতন রূপালী ব্যাংকের বিপরিতে নাহার মেডিকোর ৩য় তলায়।