ডেস্ক নিউজ:

সদ্য মেয়াদ শেষ হওয়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক কিশোর ত্রিপুরাকে সচিব পদমর্যাদায় চুক্তিতে তিন বছরের জন্য এই নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সর্বশেষ দুই বছরের চুক্তিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন ত্রিপুরা। গত ২৮ ফেব্রুয়ারি তার চুক্তির মেয়াদ শেষ হয়। চেয়ারম্যান হিসেবে এই নিয়োগ গত ১ মার্চ বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে সোমবারই যোগ দিচ্ছেন বলে জাগো নিউজকে জানিয়েছেন নব বিক্রম কিশোর ত্রিপুরা।

২০১১ সালের ১৬ জুন রাষ্ট্রপতির কোটায় অতিরিক্ত সচিব পদে নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসবে পদায়ন করা হয় নব বিক্রম কিশোর ত্রিপুরাকে। ২০১৫ সালে চাকরির মেয়াদ শেষ হলে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে হাসান মাহমুদ খন্দকারকে নিয়োগ দেওয়া হলে বঞ্চিত হওয়ার ক্ষোভে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম দীর্ঘ সময়ের ছুটিতে যান। এরপর ২০১০ সালের ৫ অক্টোবর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য নব বিক্রম কিশোর ত্রিপুরার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

তিনি ১৯৫৬ সালের ১ মার্চ পার্বত্য চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৮২ ব্যাচ (নিয়মিত) এর একজন কর্মকর্তা। ঢাকা কলেজে অধ্যয়নকালীন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ত্রিপুরা।